মো: জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনার বারতা নারী- পুরুষ সমতা এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়ন ২৭ মার্চ বিকেলে ভিডাব্লিউবি কার্ড ও কার্ডধারীদের মাঝে ৩০ কেজি চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকতা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার সাখাওয়াত হোসেন, কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন সচিব আনোয়ারুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন, গ্রাম-পুলিশ সহ ইউনিয়নের উপকার ভোগীগন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা বলেন, এই কার্ড প্রাপ্তরা আগামী ২বছর প্রতি মাস ৩০ কেজি করে চাউল বিনামূল্যে সরকার আপনাদের মাঝে বিতরণ করবেন। এর মাঝে যদি কেহ তথ্য গোপন করে কার্ড নিয়ে থাকেন তা অবশ্যই আমাদের জানাবেন। এই কার্ড পরিবর্তন করা যাবে।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের ইউনিয়নে মোট অনলাইনে ৭২৪ জন আবেদন করেছিলেন, এর মধ্যে হতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ২৫৭ টি কার্ড চুড়ান্ত করা হয়েছে। মহিলা বিষয়ক অফিসার ফাতেমা খাতুন বলেন, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে সর্বমোট ১৯৪৫ জন উপকারভোগী এই কার্ডের আওতায় দুই বছর (২৪ মাস) ৩০ কেজি করে চাউল বিনামূল্যে পাবেন।