মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী,ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ৩১ মার্চ ২০২৪ খ্রিঃ ২১.০০ ঘটিকা রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছি রেলগেট বাজারস্থ ১নং সাক্ষী কার্তিক কর্মকার (৫৪) এর স্বর্ণের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-২ রাউন্ড, মোবাইল-০১টি, সীম কার্ড-০২টি, নগদ টাকা-২০০০/-সহ অস্ত্র ব্যবসায়ী আসামী ১। মোঃ এনামুল হক (৩৬), পিতা-মোঃ নেহার আলী, সাং-কানাইপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।
সাক্ষীগনের সামনে ধৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে সে অকপটে প্রকাশ্য স্বীকার করে বলে যে, সে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিলো। উল্লেখ্য যে, ধৃত আসামী ১।মোঃ এনামুল হক (৩৬), পিতা-মোঃ নেহার আলী, সাং-কানাইপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী এর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-২৪/২৪, তারিখ-২৭/০১/২০২৪ ইং। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক) বিদ্যমান।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদেধৃত আসামীকে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলিসংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে স্বীকার করে যে, উক্ত উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিলো।
৩। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধেরাজশাহী জেলার চারঘাটথানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।