নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র-ঈদ -উল -ফিতর উপলক্ষে সারাদেশে ন্যায় রাজশাহীর বাগমারা তাহেরপুর পৌরসভা’য় সরকারকৃত ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন, তাহেরপুর পৌরমাতা মেয়র খন্দকার সায়লা পারভিন কুস্তিরী।

আজ সকাল ৯ ঘটিকায় তাহেরপুর কলেজে একযোগে নয়টি ওর্যাডে ৫ হাজার মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত জন প্রতি ১০ কেজি চালের বিতরন শুরু হয়। মাহে রমাজান ও সামনে ঈদ উল ফিতর উপলক্ষে এই চাল বিতরন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিল প্যানেল মেয়র বাবুল খাঁ, কাউন্সিলর এরশাদ, কাউন্সিলর মিঠু, কাউন্সিলর মমিন, কাউন্সিলর কার্তিক সাহাসহ সকল কাউন্সিলরবৃন্দ ও সুবিধাভোগীরা প্রমুখ।