বাগমারায় পর্দা উঠলো মচমইল উচ্চ বিদ্যালয়ের ব্যাচ টুর্ণামেন্টের

রাজশাহী

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় প্রাক্তন ছাত্রদের নিয়ে শুরু হচ্ছে ক্রিকেট ব্যাচ টুর্ণামেন্ট ২০২৪ (সিজন-৭)। উপজেলার ঐতিহ্যবাহী মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গত ২০০০ সাল থেকে ২০২৩ সালের শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

ঈদের ছুটি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ব্যাচ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। উক্ত টুর্ণামেন্টে প্রাক্তন শিক্ষার্থীদের ২০টি ব্যাচ অংশ গ্রহণ করছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ব্যাচ টুর্নামেন্টের পর্দা উঠলো।

শনিবার সকালে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে এই টুর্ণামেন্টের প্রথম খেলার। ব্যাচ টুর্ণামেন্ট ঘিরে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিজ নিজ দলের খেলোয়াড় সহ দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিন্ন ভিন্ন রঙ্গের জার্সি পরে ব্যাচ টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় খেলোয়াড়রা।

পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় এবং প্রতি ব্যাচের লোগো দিয়ে তৈরি করা পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও ব্যাচ টুর্নামেন্টে সিজন-৭ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। এসময় ভিন্ন ভিন্ন আতসবাজি ফোটানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাচ টুর্নামেন্টের সভাপতি সাবেক শিক্ষার্থী আরাফাত রহমান সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুলতান মাহমুদ।

ব্যাচ টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষার্থী কে.এম.আই নির্জন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ইয়াদ আলী মন্ডল, সাবেক শিক্ষার্থী ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, মচমইল উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, ব্যাচ টুর্নামেন্টের পরিচালক আলী মুর্তজা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মিজানুর রহমান, শিক্ষক ইউনুস আলী, জালাল উদ্দিন, আমজাদ হোসেন, জামাল হোসেন, সাবেক শিক্ষার্থী হারুনুর রশিদ, সাজ্জাদুর রহমান ভুট্টু, নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২০ দলের ক্যাপ্টেন সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আগামী শনিবার অনুষ্ঠিত হবে উক্ত ব্যাচ টুর্ণামেন্টের প্রথম খেলা। রবিবার দ্বিতীয় দিনের খেলা এবং মঙ্গলবার অনুষ্ঠিত হবে ব্যাচ টুর্নামেন্ট সিজন -৭ এর ফাইনাল খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *