রাজশাহীর পুঠিয়ায় বিধবা নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজশাহী

ইমাম হোসেন পুঠিয়া (রাজশাহী):

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্ডারপাড়া গ্রামে বেদেনা বেওয়া (৫৭) নামের এক ব্যক্তির বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বানেশ্বর ইউনিয়নের থান্ডারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাবুর বাড়ির পিছনে ওই এলাকার পারিবারিক গোরস্থানের দেয়ালের সঙ্গে পড়ে ছিল ওই বস্তাবন্দি লাশ। জানা যায় যে, বেদনা বেওয়ার বাড়ি উপজেলার থান্ডারপাড়া গ্রামে তার নিহত পিতার নাম মৃত নজির উদ্দিন, স্বামী, মৃত মোজাহার আলী।

পরিবারের লোকজনের সাথে কথা বলে আরো জানা যায়, ঈদের দুদিন আগে ৯ এপ্রিল সময় আনুমানিক রাত সাড়ে নয়টার সময় বানেশ্বর বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। ওই ঘটনার পর থানায় একটি অভিযোগ করা হয় ঈদের দিন, ১১ তারিখ বৃহস্পতিবার দিন। তারপর শুক্রবার বিকেলে গলাকাটা বস্তাবন্দী অবস্থায় স্থানীয় পারিবারিক এক গোরস্থানের নিহতের লাশ পাওয়া যায়।

ওই বিষয়ে ধারণা করা হচ্ছে গত ৯ তারিখে যখন হারিয়ে যায় ঠিক তখনই দুষ্কৃতিকারীরা ওই নারীকে হত্যার করে থাকতে পারে। এদিকে ওই ঘটনায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান তিনি বলেন, নিহত হওয়া ব্যক্তি হারিয়ে যাওয়ার বিষয়ে ঈদের দিনে তার ছেলে এসে থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে আমরা তার সন্ধান মেলাতে চেষ্টা চালাই। আজ লাশ উদ্ধার করার পর তার আত্মীয়স্বজনেরা বেদেনা বেওয়াকে শনাক্ত করেন। কেন এমন ঘটনা ঘটলো তার আদ্যপ্রান্ত খুব দ্রুত আমরা বের করে ফেলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *