মোঃ ইসরাফিল হোসেনঃ
র্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে রাজশাহীর দূর্গাপুর এলাকা হইতে ১৯ বোতল এ্যালকোহল (মাদকদ্রব্য) সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ১৫এপ্রিল ২০২৪ খ্রিঃ ২০:২০ ঘটিকা গোপন সংবাদের ভিত্তিতেরাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন বখতিয়ারপুর গ্রামস্থ জনৈক মোঃ মোসলিম উদ্দিন (৬০) এর বাঁশঝাড়ের উত্তর পাশের্^অপারেশন পরিচালনা করে আসামী
১। মোঃ আফজাল (৩৮), পিতা-মোঃ মোজাম্মেল আলী, সাং-বখতিয়ারপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে জব্দকৃত আলামত ১৯ (উনিশ) বোতল এ্যালকোহল (মাদকদ্রব্য)সহ গ্রেফতার করে। উক্ত সময় ধৃত আসামীকে জব্দকৃত এ্যালকোহল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত এ্যালকোহলসংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীকে এজাহার মূলে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।