মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:
র্যাব-, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদক মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফুল গ্রেফতার।

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৪ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বড়গাছি বাজার এলাকা হতে জিআর মামলা নং ৯৬/১৯(ভোলাহাট) এর মাদকদ্রব্য মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা-আজগারগানওয়ালা, সাং-মুন্সিগঞ্জ, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় ধৃত আসামীকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।