নাটোরে পুকুর খনন নিয়ে বিতণ্ডায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

রাজশাহী

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের গুরুদাসপুরে পুকুর খনন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, মশিন্দা চরপাড়া এলাকায় তিন ফসলি জমিতে একটি পুকুর খনন চলছিল। সে পুকুর কেটে মাটি বহন করার ফলে পাশের বামনকোলা গ্রামের রাস্তায় মাটি পড়ে অনেক ধুলার সৃষ্টি হয়। এতে গ্রামবাসী ভোগান্তিতে পড়েন। ভোগান্তি দূর করতে ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ কয়েকজন রাস্তায় পানি দিতে থাকেন। এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় অভিযোগ এনে পুকুর খননকারী হাফিজুল দলবলসহ গিয়ে এসে তাদের পানি দিতে নিষেধ করেন।

এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে নজরুলের ওপর হামলা চালায় তারা। এক পর্যায়ে গ্রামবাসী প্রতিবাদ করলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে লাঠিসোটার আঘাতে চারনারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *