নিজস্ব প্রতিবেদক:
‘উন্নত পল্লী, উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিআরডিবি। রাজশাহীর পুঠিয়া উপজেলায় সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন ও সমবায়ী কৃষকদের সাথে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ই মে) বিকেল তিনটার সময় উপজেলার ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরের ৫ আসনের ৩ বারের নির্বাচিত এমপি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আঃ গাফ্ফার খান, বিআরডিবির যুগ্ন-পরিচালক (সিসিএম) ফারুক জোয়াদ্দার, পল্লী জীবিকায়ন কর্মসূচীর প্রকল্প পরিচালক মোঃ আলা উদ্দিন সরকার, ইউসিসি সভাপতি দেওয়ান মোঃ আব্দুস সালেক, রাজশাহীর উপ-পরিচালক এ.কে.এম জাকিরুল ইসলাম, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ বসাক, পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে, এম গোলাম মোস্তফা সহ, বিআরডিবির সমিতির সকল সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও মতবিনিময় শুরুর আগে উপজেলার পূর্ব ধোপাপাড়ার, কারিগর পাড়ায় অবস্থিত, সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রমের বিআরডিবির আওতাভূক্ত কৃষক সমবায় সমিতি লিঃ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা, এমপি।
এ সময় প্রধান অতীতের বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা বলেন, উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। আপনারা যারা কৃষক আছেন তাদের পাশে আমি সব সময় ছিলাম আর থাকবো।
আপনাদের সেবা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটি মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন। শুধু পুঠিয়া দুর্গাপুর নয় সারা বাংলাদেশের জন্য। তাই সারা বাংলাদেশে কৃষকদের নিয়ে আমি কাজ করছি। কৃষকরা যাতে ভালো থাকে প্রতিনিয়ত সেদিকে আমার লক্ষ্য।