মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:
র্যাব-৫ রাজশাহী কর্তৃক বোয়ালিয়া থানা এলাকা হইতে দূর্গাপুর থানার চাঞ্চল্যকর অপহরন মামলার মূলহোতা এজাহারনামীয় ০১জন পলাতক আসামী গ্রেফতার অভিযান
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন দল কর্তৃক ০১ জুন ২০২৪ খ্রিঃ ২০.৪০ঘটিকায় রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন নর্দান মোড় এলাকায়অপারেশন পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানার মামলা নং-৩/৭১, তাং- ০২/০৫/২০২৪ ইং, ধারা- ৭/৩০ ২০০০ সালের নাঃ ও শিঃ নির্য়াতন দমন আইন সংশোধনী ২০০৩ এর এজাহারনামীয় পলাতক ১ নং আসামী আব্দুর রহিম ওরফে তন্ময় (১৮), পিতা- জামাল আলী, সাং- হরিয়ান পূর্বপাড়া, থানা- কাটাখালী, জেলা-রাজশাহী’ কে গ্রেফতার করে।
উক্ত সময় এজাহারনামীয় পলাতক আসামী আব্দুর রহিম ওরফে তন্ময় (১৮), পিতা- জামাল আলী, সাং- হরিয়ান পূর্বপাড়া, থানা- কাটাখালী, জেলা-রাজশাহী’ কে সূত্রোক্ত মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আব্দুর রহিম ওরফে তন্ময় (১৮), পিতা- জামাল আলী, সাং- হরিয়ান পূর্বপাড়া, থানা- কাটাখালী, জেলা-রাজশাহী’মামলা রুজুর পর হইতেবোয়ালিয়া থানা এলাকায় গ্রেফতার এরাবার উদ্দেশ্য আত্মগোপনকরিয়া আসিতেছে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত উক্ত এজাহারনামীয় আসামীকে রাজশাহী জেলার দূর্গাপুর থানার জিডি নং-৩১, তারিখ-০১/০৬/২০২৪ ইং মূলে হস্তান্তর করা হইয়াছে ।