নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দই ও বেকারি কারখানাকে জরিমানা

রাজশাহী

নিহাল খান :

বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীনভাবে ফার্মেন্টেড মিল্ক (মাঠা) ও ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রি করার অপরাধে নাটোরে দুই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ ২৬ জুন (বুধবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান প্রকৌঃ মোঃ আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাটোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীনভাবে ফার্মেন্টেড মিল্ক (মাঠা) ও ব্রেড, বিস্কুট উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ষ্টেশন রোড এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা এবং নোবেল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ২ টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি ঘোষ মিষ্টি বাড়িকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *