বাঘা হতে ৭৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন

১৭৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে রাজশাহী জেলার বাঘা হতে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। অদ্য ০৫ জুলাই ২০২৪ তারিখ ভোর-০৫.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ গোলাম মোস্তফা চান্দু (৫১), পিতা-মৃত আলিম উদ্দিন প্রামাণিক, সাং-গোকুলপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ফেন্সিডিল – ১৭৪ বোতল, মোবাইল- ০২ টি, সীম – ০২ টি উদ্ধার করে।

৩। র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অদ্য ০৫/০৭/২০২৪ তারিখ গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর গ্রামস্থ পলাতক আসামী মোঃ সামাদ এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

এরইপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন আসামিকে আটক করে এবং পলাতক ০১ জন আসামী কৌশলে রাতের আধারে পালিয়ে যায়।

৪। ধৃত আসামী ও পলাতক এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা পেশায় বালু ব্যবসায়ী। বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আসামীদ্বয়ের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

৫। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *