রাজশাহীর বাগমারা হতে ডিএমপির অপহরন মামলার সহমূলহোতা গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:

র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক বাগমারা থানা এলাকা হতে ডিএমপি ঢাকা এর হাজারীবাগ থানার চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিম উদ্ধার সহমূলহোতা এজাহারনামীয় ০১ জন পলাতক আসামী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন দল কর্তৃক ০৫ জুন ২০২৪ খ্রিঃ ১৮.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ডিএমপি ঢাকা এর হাজারীবাগ থানার মামলা নং-৩৪/২৩৮, তাং- ২৮/০৬/২০২৪ ইং, ধারা- ৭/৩০ ২০০০ সালের নাঃ ও শিঃ নির্য়াতন দমন আইন (সংশোধনী ২০০৩ ) এর ভিকটিম মোছাঃ রাইশা করিম (১৪) ,পিতা- মোঃ রেজাউল করিম, সাং- শান্তিপুর , থানা-বাগমাড়া, জেলা- রাজশাহী বর্তমান সাং- বাসা নং- ২৬/৪ মনেশ্বর ১ম লেন, বাড্ডানগর, থানা- হাজারীবাগ, জেলা- ডিএমপি ঢাকা কে উদ্ধার সহ এজাহারনামীয় ১ নং আসামী ১। মোঃ আবু সাইদ (২৭), পিতা- মোঃ জাবেদ আলী, মাতা- মোছাঃ ছোবেদা, সাং- ভটখালি, থানা- বাগমারা, জেলা- রাজশাহী’ কে গ্রেফতার করে। উক্ত সময় এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আবু সাইদ (২৭), পিতা- মোঃ জাবেদ আলী, মাতা- মোছাঃ ছোবেদা, সাং- ভটখালি, থানা- বাগমারা, জেলা- রাজশাহী’ কে সূত্রোক্ত মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সত্যতা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত মোঃ আবু সাইদ (২৭), পিতা- মোঃ জাবেদ আলী, মাতা- মোছাঃ ছোবেদা, সাং- ভটখালি, থানা- বাগমারা, জেলা- রাজশাহী মামলা রুজুর পর হতে বাগমারা থানা এলাকায় গ্রেফতার এরাবার উদ্দেশ্য আত্মগোপন করে আসতেছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত উক্ত এজাহারনামীয় আসামীকে ঢাকা জেলার হাজারীবাগ থানার জিডি নং-২৫৮তারিখ-০৫/০৭/২০২৪ ইং মূলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *