বাগমারায় ক্রেতার হারিয়ে যাওয়ার টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ব্যবসায়ী 

বাগমারায় ক্রেতার হারিয়ে যাওয়ার টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ব্যবসায়ী 

রাজশাহী

বাগমারা প্রতিনিধি: 

রাজশাহীর বাগমারায় এক ক্রেতার হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন শ্যামল কুমার মন্ডল নামের এক ব্যবসায়ী।

শ্যামল কুমার মন্ডল উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কলেজ মোড়ের ব্যবসায়ী। তিনি ঢেউটিন, মটকা  সহ গৃহের অনেক জিনিসপত্র বিক্রি করে থাকেন।

তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স জয় ট্রেডার্স। জানা গেছ,  মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাজের জন্য উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য দৌলতপুর গ্রামের আল আমিন ঢেউটিন কিনতে শ্যামল কুমার মন্ডলের দোকানে যায়।

ঢেউটিন পছন্দ হওয়ায় দুই বান্ডিল ক্রয় করেন। দরদাম শেষে মেমো করা হয়। ঢেউটিনের দাম দেয়ার সময় দেখে আল আমিন এর কাছে আর টাকা নেই। অনেক খোঁজাখুঁজি করেও  টাকার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ঢেউটিন কেনার টাকা হারিয়ে যাওয়ায় কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে যায় আল আমিন।  

অন্যান্য দিনের মতো বুধবার সকালে শ্যামল কুমার মন্ডল তার ব্যবসা প্রতিষ্ঠান জয় ট্রেডার্সের দরজার তালা খুলে দোকান পরিষ্কার করতে গিয়ে কিছু টাকা পায়। পরে গুনে দেখা যায় আল আমিনের যে পরিমান টাকা হারিয়ে গেছে তার সমপরিমাণ টাকা। 

পরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিয়ে আল আমিনকে দুপুরে শ্যামল কুমার মন্ডলের দোকানে ডাকা হয়। পরে জন সম্মুখে আল আমিনকে তার হারিয়ে যাওয়া টাকা ফেরত দেয়া হয়।  আল আমিন জানান, অনেক কষ্ট করে টিন কিনতে এসেছিলাম। টাকা হারিয়ে যাওয়ায় আমি আর ঢেউটিন কিনতে পারিনি।

পরে খবর পেয়ে শ্যামল কুমার মন্ডলের দোকানে গেলে আমার হারিয়ে যাওয়া টাকা আমার হাতে ফিরিয়ে দেয়া হয়। টাকা পেয়ে আমি অনেক খুশি। আমি এখন ঢেউটিন নিয়ে বাড়ির কাজে লাগাতে পারব। এ ব্যাপারে জয় ট্রেডার্স এর মালিক শ্যামল কুমার মন্ডল বলেন, আল আমিন আমার দোকানে এসেছিল ঢেউটিন কিনতে।

দরদাম শেষে টাকা দেয়ার সময় তার কাছে আর টাকা নেই। ওই সময় অনেক খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। আজকে দোকানের দরজা খুলে পরিষ্কার করার সময় ঢেউ টিনের ফাঁকে টাকা পাওয়া যায়। এটি আল আমিনের হারিয়ে যাওয়া টাকা হতে পারে বলে আল-আমিনকে খবর দিয়ে তার হাতে টাকা বুঝিয়ে দিয়েছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *