কাওছার হাবিব- পত্নীতলা-(নওগাঁ) প্রতিনিধি:
বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিন নওগাঁর পত্নীতলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।
কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন। এতে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। বিভিন্ন স্থানে লক্ষ করা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের ৫-২০ মিনিট অপেক্ষায় রাখা হচ্ছে।
এ ছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।
দায়িত্বরত শিক্ষার্থী, ফায়ার সার্ভিস,ও আনসার সদস্যরা বলেন সড়কে নিরাপত্তার কারণে পুলিশ সড়কে নেই। আর পুলিশ না থাকলে সড়কে সাধারণ জনগণের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে।
তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না পোহাতে হয়, সে জন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।’
পথচারীরা বলেন, সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ নেই। শিক্ষার্থীরা সড়কে গাড়ির নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন, যা আমাদের জন্য খুব উপকার হয়েছে। এতে গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।