স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়।
পত্রে আরও বলা হয়, পুলিশ অধিদপ্তর/স্টেনো/৬০৫ (২৪) এ আদেশ জনস্বার্থে করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি রাজশাহী ডিআইজিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক বলেন, ওসি সাজ্জাদ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছিলেন।
এছাড়া ক্লোজড হওয়ার আগে ওসি সাজ্জাদ কয়েক দফায় আমার কাছে ২৭ লাখ টাকা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেন।