কাওছার হাবিব- পত্নীতলা- (নওগাঁ) :
নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মন্ডল কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে শম্ভপুর সরকারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় জাতীয় পতাকা দিয়ে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে পত্নীতলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধারা ও সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মন্ডল তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম সোলায়মান মন্ডলের এক স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।