এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও রহমান আদর্শ শিক্ষালয়ের যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালী অনুষ্ঠিত

খেলাধুলা

স্টাফ রিপোর্টার:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও রহমান আদর্শ শিক্ষালয়ের যৌথ উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৬ ডিসেম্বর রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড রহমান আদর্শ শিক্ষালয় থেকে র‍্যালী শুরু হয়।

এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামসুন নাহার সামু, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রাইম ভিউর প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, মোঃ আজগর সহ অন‍্যান‍্য শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

এই সময় উক্ত র‍্যালীতে অংশগ্রহণ করেন, রহমান আদর্শ শিক্ষালয়, প্রাইমভিউ পাবলিক স্কুল, ধুমপাড়া সাগর পাড় মডেল স্কুল।

পরিশেষে চাঁন্দার পাড়া থেকে বাকের আলী ফকিরের টেক, আনন্দবাজার, সুন্দর পাড়া পদক্ষীন করে চাঁন্দার পাড়া এসে সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *