জানা গেলো সাকিবের রহস্যময় স্ট্যাটাসের কারণ

জানা গেলো সাকিবের রহস্যময় স্ট্যাটাসের কারণ

খেলাধুলা

খেলা ডেক্সঃ

‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ বৃহস্পতিবার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন স্ট্যাটাস দিলে শোরগোল পড়ে যায়।

বাংলাদেশের ক্রিকেটে ফেসবুক পোস্ট দিয়ে অবসর নেওয়ার নজির আছে। সাকিবও কি হুটহাট এমন সিদ্ধান্ত নিলেন? সরল মনে এমন ভাবনার উদয় হতেই পারে।

তবে সাকিবকে যারা নিয়মিত ফলো করেন, তারা বুঝতে পারছিলেন, এটা সম্ভবত কোনো বিজ্ঞাপনের প্রচার। কারণ সাকিব সাধারণত তার পেজে ব্যক্তিগত স্ট্যাটাস দেন না। স্ক্রল করলে তার পেজে দেখা যায় প্রায় সবই বিজ্ঞাপন।

অবশেষে সেটাই জানা গেলো। আজ (শুক্রবার) সাকিব তার পেজ থেকে পরিষ্কার করেছেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ’-এই স্লোগনা আসলে বিজ্ঞাপনী প্রচারের অংশ।

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার প্রতিষ্ঠান ‘নগদ’-এর বিজ্ঞাপনী প্রচারের জন্যই এমন স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব।

জনপ্রিয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে বড়সড় এক ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন ছুটি উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *