ওপেনারদের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

ওপেনারদের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

খেলাধুলা

ক্রীড়া ডেস্ক :

বিশ্বকাপের আগে বাংলাদেশের সর্বশেষ আনুষ্ঠানিক প্রস্তুতি তেমন সুখকর হয়নি। এশিয়া কাপের পর ঘরের মাঠে তারা নিউজিল্যান্ডের কাছে ১৫ বছর পর সিরিজও হাতছাড়া করেছে। যেখানে বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় বিপর্যস্ত ব্যাটিং লাইনআপ। তারচেয়েও বড় বিষয় নড়বড়ে ওপেনিং।

তার ওপর আসন্ন বিশ্বকাপে দেশসেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি। তাকে ছাড়া প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে দুুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাটে পাওয়ার-প্লেতে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই ৫৪ রান তুলেছে।

সাম্প্রতিক এক আলোচিত ইন্টারভিউতে লিটন দাস ও তানজিদ তামিমকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের বিশ্বাস লিটন বিশ্বকাপে অনেক ভালো কিছু করবেন এবং সেরাদের একজন হবেন।

অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের নিয়েও বরাবরই আশাবাদী সাকিব। পর্যাপ্ত সময় দিলে তানজিদ তামিমরা দলের হাল ধরবেন বলেও বিশ্বাস তার। কাগজে-কলমে প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে অবশেষে লিটন-তানজিদের ব্যাটে রান কিছুটা হলেও স্বস্তি দেবে দলকে।

শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে শুরু থেকেই দারুণ বোঝাপড়ায় ব্যাট করছেন ওপেনার তানজিদ তামিম-লিটন জুটি। তামিম এখন পর্যন্ত ৩১ (৩৫ বল) এবং লিটন ২১ রানে (৩১ বল) অপরাজিত আছেন।

অনুশীলনে চোট পাওয়ায় এদিন গুয়াহাটিতে চলমান ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের বড় লক্ষ্য নিতে দেয়নি টাইগাররা। স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী ৩৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট এবং ৩২ রানে একটি শিকার করেন অধিনায়ক মিরাজ। লঙ্কানদের হয়ে পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৬৮ এবং ধনাঞ্জয়া ডি সিলভা ৫৫ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *