ক্রীড়া ডেস্ক :
বৃষ্টি বিঘ্নিত চট্টগ্রামে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। ফলে তিন ওভার কমিয়ে ১৭ ওভারে খেলা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ। এ ম্যাচেও ঝড় তুলে চতুর্থ সর্বোচ্চ ২০২ রান করে টাইগাররা। এরপর আইরিশদের বিধ্বস্ত করে তুলে নিয়েছে টি-২০তে নিজেদের দ্বিতীয় সেরা ৭৭ রানের জয়। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে সিরিজ।
বুধবার (২৯ মার্চ) টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা।
ওপেনিংয়ে নেমেই ঝড় তুলে লিটন দাস, রনি তালুকদার। ওপেনিং জুটিতে লিটন ও রনি ৯.২ ওভারে দলকে ১২৪ রানের জুটি দেন। নিজেদের দ্রুততম শতরানের সঙ্গে ওপেনিং জুটিতে শতক ও যেকোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা।
ব্যাটিং এর শুরুতে ঝড় তুলেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। লিটন করেন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। সাজঘরে ফেরেনে ৪১ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে। অপর ওপেনার রনি তালুকদার ২৩ বলে ৪৪ করে আউট হন।
সাকিব ফেরেন ২৪ বলে ৩৮ করে। তাওহিদ হৃদয় ১৩ বলে ২৪ এবং শান্ত ১ বলে ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ম্যাচটি শুরু হয় বিকেল ৩টা ৪০ মিনিটে। দুই দলের ইনিংস থেকে কাটা যায় তিনটি করে ওভার।
জবাব দিতে নেমে প্রথম ওভারে ধাক্কা দেন তাসকিন। পরের পাঁচ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ষষ্ঠ ওভারে ৪৩ রানে ৬ উইকট হারায় আইরিশরা। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা। সাকিবের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিংয়ে পর আরও দুই উইকেট নেন তাসকিন। আইরিশরা ৯ উইকেটে ১২৫ রানে আটকে যায় তারা।