বাগমারা উপজেলার তাহেরপুরে তেলের দোকানে আগ্নিকান্ডে আটটি দোকান পুড়ে ছাই ( ভিডিও )

তাহেরপুর স্পটলাইট

মো: ইসরাফিল হেসেন:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বাছিয়াপাড়ায় অবস্তি একটি তেলের দোকানে তেল নেবার সময় তেলের ট্রাকে আগুন লাগে এসময় দেকানের ভেতরে থাকা তেলেন ড্রামে আগুন ছড়িয়ে পড়লে তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৫.৩০ ঘটিকার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে।

তাহেরপুর তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর আলম বলেন, স্থানীদের ভাষ্যমতে বাছিয়াপাড়ার এই মার্কেট আটটি দোকান ভাড়া নিয়ে ছয়জন দোকান মালিক তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল আজ বিকাল ৫.৩০ ঘটিকার সময় তেলের দোকনে পদ্মা ওয়েলের লরি দোকানের ড্রামে তেল দিচ্ছিল এময় কেও একজন সিগারেট জ্বালায় ধারনা করা হচ্ছে এখান থেকেই আগুনের সূত্রপা হয় ।

এবিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো.ইব্রাহিম বলেন, “খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগেই ট্যাংকার ট্রাকটি পুড়ে যায়। আগুনে তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে গেছে।”

তিনি আরো বলেন,“আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল,মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। শুধু তেলের দোকানেরই প্রায় ৬০ ব্যারেল তেল পুড়ে গেছে।” এই অগ্নিকান্ডের ঘটনায় ধারনা করা হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর বাজারে আলিফ নামের এক ব্যবসায়ীর তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকাল ৫.৩০ ঘটিকার দিকে ওই দোকানে তেল দিচ্ছিল একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে ট্রাকটিতে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *