মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:
রাজশাহীর বাগমারা’র তাহেরপুর কলেজের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৩৬ জুলাই উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিরতন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা’য় তাহেরপুর কলেজ চত্বরে অনুষ্ঠান ও আলোচনা শেষে ইন্টার ও ডিগ্রিতে অধায়নরত শিক্ষার্থীদেন মধ্যেকার অনুষ্ঠিত ফুটবল খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিরতণ করা হয় এবং সিবিইটি,র স্কলারশিপ প্রাপ্ত শক্ষিার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করাহয় ।

আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সোহেল রানা ও মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা সহকারী ভুমি কর্মকতা মো: নাহিদ হোসেন,অফিসার ইনচার্জ বাগমারা থানা মোহাঃ তৌহিদুল ইসলাম সহ কলেজের অধ্যক্ষ ও শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু বলেন, জুলাই বিপ্লকে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে এবং শিক্ষার সহ বাংলাদেশের সকল পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিকতা ফিরে এসেছে, তাহেরপুর ডিগ্রী কলেজ আমার এলাকার একটি কলেজ এই কলেজের সার্বিক সহযোগিতায় আমি চেষ্টা করে যাবো এবং এই কলেজের শিক্ষার মান যাতে ভালো থাকে সেজন্য আমি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের কাছে আহ্বান জানাই এবং যদি এই কলেজটির উপজেলার মধ্যে শিক্ষার দিকদিয়ে শ্রেষ্ঠ স্থান অর্জন করতে পারে তাহলে তাহেরপুরে একটি বিশাল বড় করে এর অভ্যথনা অনুষ্ঠান করা হবে।
এ সময় তিনি বাগমারা উপজেলার ইউওনোর এর কাছে তাহেরপুর কলেজের জন্য একটি লাইব্রেরীর দাবি উপস্থাপন করেন ।
প্রধান অতিথির বক্তব্যে বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, তাহেরপুর কলেজ বাগমারা মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজের সুনাম রয়েছে বাগমারা জুড়ে এই কলেজের শিক্ষার্থীরা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে আমি সেই কামনা করি, সেজন্য আমি তাহেরপুর কলেজে লাইব্রেরী দেওয়ার জন্য চেষ্টা করব। উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিরতণ করা হয় ।