তাহেরপুর ডিগ্রী কলেজে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

তাহেরপুর

মো: ইসরাফিল , রাজশাহী: ‘নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান’এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে তাহেরপুর ডিগ্রী কলেজে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সারাদেশে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সকালে বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়েছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।

এর ধারাবাহিকতায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে তাহেরপুর ডিগ্রী কলেজে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় তাহেরপুর ডিগ্রী কলেজের আয়োজনে তাহেরপুর ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ তাহেরপুর কলেজ ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ চত্তরে একত্রিত হয়ে মুড়ি-মুড়কি খাওয়ার মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচির শুভসূচনা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯.৩০ মিনিটে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তাহেরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায কলেজ চত্বরে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে সকলে মিলে পান্তা ভাত, আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে খাওয়া দাওয়া এর মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়া হয় ।

পরে উক্ত কলেজের শিক্ষার্থীদের আয়োজনে একটি দেয়াল লিখন আয়োজন করা হয় সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভারর মধ্যে দিয় অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *