মো: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর বাজার হতে ০১ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার।

ইং ২৪ ফেব্রæয়ারি ২০২৪ তারিখ সকাল-৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর বাজার পাট হাটের মোড়ের সামনে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের মূলহোতা ১। মোঃ বজলুর রশিদ রাজিব (৪০), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-তাহেরপুর পাবনাপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী কে গ্রেফতার করেছে এবং তার নিকট হতে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার; চাঁদা বাবদ উত্তোলিত নগদ সর্বমোট ৩৫০/-(তিনশত পঞ্চাশ টাকা) জব্দ করে।
উক্ত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় চাঁদাবাজি মামলা চলমান রয়েছে বলে জানান।