শেষ হয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান-প্রযুক্তি ডেক্সঃ

সেই আগের দিনের ফ্লপি ডিস্ক, সিডি বা বিভিন্ন মডেলের বিলাসবহুল বাটন ফোন এখন আর কেউ ব্যবহার করে না। এখন যুগটা স্মার্টফোনের। এই টাচ প্রযুক্তির স্মার্টফোন যে কতশত প্রযুক্তিপণ্যকে প্রতিস্থাপন করে চলেছে তাঁর হিসাব নেই।

এখন ঘড়ি,ক্যামেরা, ক্যালেন্ডার, টিভি, মিউজিক প্লেয়ারের কাজ স্মার্টফোনই করছে। কম্পিউটরের অনেক কাজই আমরা সেরে নিচ্ছি স্মার্টফোনে। কিন্তু বলা হচ্ছে, এই অপরিহার্য ডিভাইসের দিন খুব দ্রুত ফুরাতে চলেছে। আর তা বলেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ যখন তথ্য ও যোগাযোগভিত্তিক প্রযুক্তি নিয়ে কিছু বলেন, তা গুরুত্বসহকারে না নিয়ে উপায় নেই। আর জাকারবার্গ বলছেন ২০৩০-এর দশকে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে আরেকটি ডিভাইস। আর তাঁর মতে সেটি হবে স্মার্টগ্লাস।

বলাই বাহুল্য, গত বেশ কিছুদিন ধরে স্মার্টগ্লাস নিয়ে মেতে আছেন এই টেক জিনিয়াস। তিনি বলছেন, দ্রুত এমন সময় আসছে, যখন পকেটের স্মার্টফোন পকেটেই থাকবে।

কারণ আপনি তার কাজগুলো স্মার্টগ্লাস দিয়ে আরো ভালোভাবে করতে পারবেন। উল্লেখ্য মেটা ছাড়াও ভিসনপ্রো অ্যাপলও স্মার্টগ্লাসের বিষয়ে সিরিয়াস এখন। আর এই তালিকায় যোগ হচ্ছে আরো সব নাম।

সূত্র: মানি কন্ট্রোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *