আমি ও আমার স্বপ্ন”

শিল্প ও সাহিত্য

রাজলক্ষ্ণী মৌসুমী

দিন যায় বেলা শেষে জীবনের ক্যালেন্ডারে হিসেবের পাতা খুলে দেখি চলে গেলো আজকের দিনটিও।সেই মধু ক্ষণে — জীবনের সলতেগুলোর আধো আধো মিষ্টি কথা মালাজুড়াতো আমার মন প্রাণ।আমি চাই– জীবনের ছোট ছোট স্বপ্ন গুলো বাঁচুক দেহের অন্তরালে।স্বপ্নগুলো ই আমায় তাড়া করে বেড়ায়।

আদৌ কী ছুঁয়ে দেখতে পাবো জীবনের জয়গান?না বলা কথাগুলো যখন স্মৃতি হয়ে যায় তখনআকাশের তারা গুলোর প্রতিবিম্ব কি পড়বে আমার স্বপ্ন বাসরে?এটাই চাই — লোভাতুর পাপী মানুষগুলোআবার ফিরে যাক,অতীতের পবিত্র সমীরণে।জীবনের কথা — ঠকিয়েছে, দুঃখ কষ্ট দিয়েছে, যাতনায় বিদীর্ণ করে রেখেছে,এমন অনেকেই এই মানচিত্র নিয়ে বিষ পান করে বেঁচে আছে।তবুও ভালো আছি, ভালো থাকবোই আমরাযতই করুক নিপীড়ন।

যদি হতো– ধুয়ে মুছে যাক অতীতের সমস্ত দুঃখ অবসাদ।রোদেলা শুভ্র আকাশের বিশালতায় হলোপথিকের শান্তির সুখময়তা।আশায় থাকি– আমার সুখস্বপ্ন ও অনুভূতিগুলোবেঁচে থাকুক সমুদ্রের তরঙ্গে, তরঙ্গে।।আবার আসবো যখন কথা হবে সমুদ্র সৈকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *