ঘরে স্ত্রীকে নিয়ে নামাজ পড়লে কি জামাতের সওয়াব পাওয়া যাবে?

ইসলাম

ইসলামীক ডেক্সঃ

কোনো গ্রহণযোগ্য ওজর বা অসুবিধা না থাকলে পুরুষদের জন্য ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা ওয়াজিব। কোরআনে আল্লাহ রুকু আদায়কারীদের সাথে রুকু করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন,

وَ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّكٰوۃَ وَ ارۡكَعُوۡا مَعَ الرّٰكِعِیۡنَ

তোমরা নামাজ আদায় করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকূ কর। (সুরা বাকারা: ৪৩)

কোরআনে যুদ্ধ বা নিরাপত্তাহীনতার সময়ও বিশেষ পদ্ধতিতে সতর্কতা অবলম্বন করে জামাতে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা নিসা: ১০২)

হাদিসে নামাজের জামাতে উপস্থিত না হওয়াকে মুনাফিকদের কাজ বলা হয়েছে এবং মসজিদে নামাজ আদায়ের অপরিসীম সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا
ইশা ও ফজরের সালাত আদায় করা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তারা যদি জানত যে, এ দুটি নামাজের পুরস্কার বা সাওয়াব কত তাহলে হামাগুড়ি দিয়ে বুক হেঁচড়ে হলেও তারা এ দুই নামাজের জামাতে উপস্থিত হত। (সহিহ মুসলিম: ৬৫১)

তাই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করাকে গুরুত্ব দেওয়া উচিত। কোনো ওজর বা অসুবিধা না থাকলে কোনোভাবেই মসজিদের জামাতে না গিয়ে ঘরে জামাত করা সমীচীন নয়। তবে কারো কোনো অসুবিধা থাকলে, কোনো ওয়াক্তে মসজিদে যেতে না পারলে ঘরে স্ত্রীকে নিয়ে নামাজ আদায় করলেও জামাতের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।

নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হওয়াও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবিজি (সা.) এ ফজিলত লাভের চেষ্টা করতে উৎসাহ দিয়েছেন। সওয়াবের পাশাপাশি আগে মসজিদে উপস্থিত হলে প্রথম কাতারে বসা, জামাতে প্রথম থেকেই শরিক থাকা, নফল আদায় করা যায়, কুরআন তেলাওয়াত করাসহ অনেক আমল ও সওয়াবের কাজের সুযোগও পাওয়া যায়।

ফেরেশতারা এমন ব্যক্তিদের জন্য দোয়া করেন যারা নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হয়। এ ছাড়া মুমিন ব্যক্তি যতোক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকে, তা নামাজের ভেতরে থাকাই গণ্য হয় এবং সওয়াব লেখা হতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *