জগন্নাথপুরে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের নতুন কমিটি গঠন

জাতীয়

স্টাফ রিপোর্টার

সংঘাত নয়’ ঐক্যের বাংলাদেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে এবং আনন্দ মূখর পরিবেশে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
প্রধান ৩ টি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ৩০ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপুর’র আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের নতুন ভবনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্ব ও হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগের আঞ্চলিক সমন্নয়কারী মোঃ মোজাম্মেল হকের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মো. বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মুকিত, সামছুল হক, দিলু মিয়া, মহিবুর রহমান শিশু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জাতীয় পার্টি নেতা আতাউর রহমান আলতাব, আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, আলাউর রহমান, হাবিবুর রহমান হাবির, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর নার্গিস ইয়াসমিন, লক্ষী রানী, শিপ্রা রানী দাস প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগের আঞ্চলিক হিসাব রক্ষক একে কুদরত পাশা। সভায় সংগঠনের গঠনতন্ত্রের আলোকে এবং সকলের মতামতের ভিত্তিতে ৩০ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ সময় আওয়ামীলীগের প্রতিনিধি হিসাবে পিস এ্যাম্বাসেডর নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, বিএনপির পিস এ্যাম্বাসেডর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, জাতীয় পার্টির পিস এ্যাম্বাসেডর সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া ও নারীদের কোঠায় জনপ্রতিনিধি, পিস এ্যাম্বাসেডর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সংগঠনের সমন্নয়কারী নির্বাচিত হন। গঠনতন্ত্র মোতাবেক পৃথক আরো ৩ টি সাব কমিটি গঠন করা হয়।

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপরে’র ব্যানারে ইতিপূর্বে বিভিন্ন কর্মসুচীতে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একসাথে দেখে সর্বস্থরের জনগন খুবই আনন্দিত হন। যার ফলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ নামের এই ব্যতিক্রমী সংগঠনটি জনমনে বেশ প্রশংসিত হয়।

উল্লেখ্য: সুনামগঞ্জ জেলার ৬ টি উপজেলাসহ জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক ও সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ২০১৭ সালে ৩ টি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি সহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কাজ শুরু করে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *