নেছারাবাদে ইউপি প্যানেল চেয়ারম্যানের ছেলের উপর হামলা, আহত-৩

নেছারাবাদে ইউপি প্যানেল চেয়ারম্যানের ছেলের উপর হামলা, আহত-৩

জাতীয়

পিরোজপুর প্রতিনিধি:-

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল মণ্ডল এর ছেলে প্রান্ত মন্ডল অন্তু (১৭) একই গ্রামের অংকন হালদার (১৭), সাগর বিশ্বাস (১৭), গুরুতর আহত অবস্থায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার নেছারাবাদ থানায় গৌরাঙ্গ লাল মণ্ডল বাদী হয়ে একটি মামলা ঋজু করেন।

মামলা সূত্রে জানা যায় যে, গত ১০ এপ্রিল নেছারাবাদ থানাধীন ৭ নং গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলার বটতলা ব্রিজের উপর আনুমানিক ৬:৩০ মিনিটের সময় প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল মণ্ডল এর ছেলে প্রান্ত মন্ডল অন্তু ইউনিয়ন পরিষদ থেকে আগাইয়া নেওয়ার উদ্দেশ্যে রওনা করিয়া ব্রিজের উপর পৌছাবামাত্র সৌরভ মন্ডল (২৩), রতন মাঝি (২৪), রঙ্গলাল রায় (৫৮) সহ অজ্ঞাতনামা ৮-১০ জন লোক তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট থেতলানো নীল ফুলা জখম করে এবং মাথায় প্রচন্ড আঘাত করে।

মারপিটের এক পর্যায়ে প্রান্ত মন্ডল অন্তুকে সৌরভ মন্ডল এর হাতে থাকা বগি দা দিয়া মাথায় লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ মাথার বাম পাশে লাগিয়া গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত যখন হয়। পরবর্তীতে ঘটনাস্থল হইতে উদ্ধার করিয়া নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার দুজনকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দিলেও প্রান্ত মন্ডল অন্তকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল ৭ নং গুয়ারেখা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার মারা গেলে উক্ত ঘটনার দিন ভিকটিমের বাবা গৌরাঙ্গ লাল মণ্ডল কে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন।

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ বলেন, এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *