রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষা

মোঃ ইসরাফিল হোসেনঃ

রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান  পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হোটেল ওয়ারিশান ৮/১০/২৪ তারিখে সকাল ১০.৩০ মিনিটে।

যেখানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী  ব্যবসায়ী  ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ।উপস্থিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের চেম্বার অফ কমার্স এর ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

কিন্তু দুঃখের বিষয় রাজশাহী চেম্বার অব  কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন,অযোগ্য পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে।  এছাড়া কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছে।

তাই চেম্বার অফ কমার্সের  কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।এমতাবস্থায়  তারা রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা  পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন  পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার  তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়িক নেতৃবৃন্দের  নিকট  দায়িত্ব হস্তান্তরের দাবি জানান। 

তারা উল্লেখ করেন,  তারা ১০ই সেপ্টেম্বর  ২০২৪ তারিখে রাজশাহী  বিভাগীয় কমিশনার ডঃ দেওয়ান মোঃ হুমায়ুন কবিরের  নিকট স্মারকলিপি প্রদান করেছেন। দাবি পূরণ না হলে তারা ধারাবাহিক কর্মসূচি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

তারা সিলেকশনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠনের কৃষ্টি, কালচার থেকে সংগঠনটিকে মুক্ত করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *