স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা এবং বন্যার্ধ রেলি অনুষ্ঠিত

জাতীয়

মোঃ মিঠু আহম্মেদ, পুঠিয়া:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বর্ণাঢ্য রেল আয়োজন করা হয়। বুধবার (১৭ মে) সকালে এই রেলির আয়োজন করে। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, পুঠিয়া, দুর্গাপুরের সাবেক এমপি জননেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দ্বারা। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সকল সহযোগী সংগঠনের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্য জীবীলীগ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

বক্তােরা বলেন, শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করার পর দলের জ্যেষ্ঠ নেতারা দিল্লি গিয়ে বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। তখন দীর্ঘ নির্বাসন শেষে তিনি দেশে ফেরেন ১৯৮১ সালে।

সেই থেকে চার দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম রাষ্ট্রক্ষমতায় আসে ১৯৯৬ সালে। এরপর ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *