সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ জুলাই ২০২৩

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেক্সঃ

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-

আল-জাজিরার প্রতিবেদন: বাংলাদেশে ‘মহামারির’ পর্যায়ে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছর বিশ্বে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর জন্য অনেকাংশেই দায়ী যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত পশ্চিমবঙ্গ বর্ষা এখনো আসেনি কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে। সাধারণত বর্ষার পর জুলাই ও সেপ্টেম্বরের সময় মশার উপদ্রব বেশি দেখা যায়। আর এ সময়ই মশাবাহিত রোগের প্রকোপ বেশি বাড়ে। গত বছর কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ।

বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ডেঙ্গু। প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে এরই মধ্যে মহামারি পর্যায়ে পর্যায়ে চলে গেছে ডেঙ্গুর বিস্তার। অবশ্য সরকার এখনো সেই ঘোষণা দেয়নি। স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) হিসাবমতে, রোববার (২৩ জুলাই) রাত পর্যন্ত দেশজুড়ে অন্তত ১৭৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। এদের মধ্যে ৩১ জনের বয়স ১৪ বছরের কম।

একটি মশার দেখাও মেলে না যে দেশে
শুধু ডেঙ্গু নয়, মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে বাঁচতে বিশ্বজুড়ে সারাবছরই চলে সচেতনতামূলক কর্মসূচি। মশা তাড়ানোর ধূপ, কয়েল, স্প্রে, র্যাকেটের ব্যবহার করেও নিস্তার মিলছে মশার কামড় থেকে। কিন্তু জানেন কি, বিশ্বে এমন একটি দেশ আছে, যেখানে একটিও মশা নেই।

মণিপুরে দুই নারীকে নগ্ন হাঁটানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ভারতের মণিপুর রাজ্যে দুই কুকি নারীকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঘটনাটি প্রায় তিন মাস আগে ঘটলেও এ সপ্তাহে তার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরপরই সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। ওই দুই নারীর একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

একতরফা নির্বাচন: কম্বোডিয়ায় ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র, বন্ধ বৈদেশিক সহায়তা
অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় কম্বোডিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বেশকিছু সহায়তা কর্মসূচিও স্থগিত ঘোষণা করেছে হোয়াইট হাউজ। কম্বোডিয়ার সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রোববার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত ঘোষণা দেয়।

৫০ ভাগ ভূমি পুনরুদ্ধার করেছে ইউক্রেন: যুক্তরাষ্ট্র
রাশিয়ার হাত থেকে নিজেদের ৫০ ভাগ ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এমনটাই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন। ব্লিঙ্কেনের এই ব্ক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে যে, পশ্চিমাদের সমর্থন নিয়ে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা হামলা শুরু করেছে তাতে ব্যাপকভাবে মার খেয়েছে কিয়েভ।

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) সুলায়েশি দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

যুদ্ধ-সংঘাতের মধ্যেই সুদানে প্লেন বিধ্বস্ত, নিহত ৯
সুদানের বন্দর নগরী পোর্ট সুদানে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী সোমবার (২৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, পোর্ট সুদান বিমান বন্দরে বেসামরিক আন্তোনভ প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ৯ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে চারজনই সামরিক সদস্য।

সড়ক দুর্ঘটনার দায়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের আইনমন্ত্রী
পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের আইনমন্ত্রী কিরি অ্যালান। বেপরোয়া ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও গ্রেফতার এড়ানোর চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর সোমবার (২৪ জুলাই) তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। এর মাধ্যমে নির্বাচনী বছরে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া চতুর্থ কিউই মন্ত্রী হলেন তিনি।

গরম থেকে বাঁচতে চীনাদের নতুন ফ্যাশন ‘ফেসকিনি’
চীনের বিভিন্ন অংশ বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র দাবদাহ। গরমে বাইরে বের হওয়া দায়। তবে ঘরে বসে থাকলে তো চলবে না। তাই বাইরে বের হওয়ার সময় উত্তাপ থেকে বাঁচতে নানা কৌশল অবলম্বন করছেন চীনারা। কেউ সঙ্গে রাখছেন পোর্টেবল পাখা, কেউ গা ঢেকে চলাচল করছেন। কারও কারও টুপিতেও দেখা যাচ্ছে পাখা লাগানো। তবে এসবের মধ্যে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে ফেসকিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *