এম মাহমুদুল হাসান (নিপুন) নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি’’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নড়াইল পৌর-সভার নড়াইল গ্রামের আদিবাসী সর্দার পাড়া থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদশের বিভিন্ন শ্রেণীর আদিবাসী জনগণ নানা আয়োজনে জাতিসংঘ ঘোষিত এই বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে।
৯ আগস্ট (বুধবার) বিকালে নড়াইল পৌর-সভার নড়াইল গ্রামের আদিবাসী সর্দার পাড়া থেকে আনন্দ র্যালী ও শোভাযাত্রা বের হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে,আলোচনা সভায় আদিবাসীদের নানা দাবি তুলে ধরে,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে। এসময় আনন্দ র্যালী ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,পৌর-মেয়র আঞ্জুমান আরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ নজরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন, এহসান হাবীব (তুফান) ৭ নং ওয়ার্ড কউন্সিলর নড়াইল।
উপস্থিত ছিলেন, আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির অশক কর্মকার,আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির সদস্য নদের চাঁদ মালী,পলাশ সর্দার,চিত্ত মালী,মিন্টু সর্দার,কাত্তিক সর্দার সুব্রত সর্দার,অশিম কর্মকার,রমেশ সর্দার,শ্যামল সর্দার রুপা মালি,রুম্পা, মনিকা প্রমূখ।
আনন্দ র্যালী ও শোভাযাত্রায় আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির অশক কর্মকারের সভাপতিত্তে বক্তত্ব রাখেন পৌর-মেয়র আঞ্জুমান আরা, এ্যাডঃ নজরুল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য নদের চাঁদ মালী,আদিবাসী ফরমের আহব্বায়ক কমিটির অশক কর্মকার প্রমূখ। এর পর আনন্দ র্যালী ও শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আর্থসামাজিক অবস্থার পরিবর্তন – ভূমি সহ অস্তিত্ব রক্ষা আদিবাসীদের মুল দাবী।