নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় দক্ষিণ মোহাম্মদপুর নগর পাড়া গ্রামে চুনু পাটোয়ারী বাড়ির বাদশা পাটোয়ারীর মেজো ছেলে প্রবাসী মোঃ রফিকের স্ত্রী বিলকিস এর প্রতারনার শুরু আছে শেষ নেই।
এ প্রতারক চক্রের মূল হোতা বিলকিস বিভিন্ন এনজিও এবং বিভিন্ন মাল্টিপারপাস যেমন ব্র্যারাক,পল্লী মঙ্গল, আশা, পল্লী বিকাশসহ মোট ১৪ টি এনজিও থেকে নানা কৌশলে ৬৭ লক্ষ টাকা নগদ অর্থের পাশাপাশি বেশকিছু গহনাগাঁটি নিয়ে লাপাত্তা এবিষয়ে জানতে চাইলে এলাকাবাসী বলেন এ প্রতারক শুধু নিজেই না প্রতারনার কাজে ব্যাপার করেছে নিজের প্রবাসী স্বামীর পাসপোর্ট, দুই মেয়ে এবং জামাই, এবং ভুক্তভোগী জামিনদার মোঃ দেলোয়ার হোসেন, সোহেল, রোজিনা, আলেয়া, আকলীমা,লিপি, পারুল, হাজেরা,লাভলী, শাবানা,জোছনাসহ অনেকের কাগজপত্র ব্যবহার করে এ প্রতারক ভুক্তভোগী ও এলাকাবাসী আরও বলেন আমরা।
সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই এ প্রতারকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দেওয়া হোক।