গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বাজারের ব্যাগে মাথা, লাগেজে চার টুকরা দেহসহ ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রবিববার (২ জুন) সকালে জেলার সদর-মুক্তাগাছা সীমান্তের মনতলা এলাকায় মনতলা সেতুর নিচে সুতিয়া নদী থেকে খণ্ডিত এই মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে থানায় খবর আসে মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে একটি লাগেজ ও নদীর পাড়ে বাজারের ব্যাগে রক্তাক্ত খণ্ডিত মাথা পড়ে আছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মাথা ও লাগেজের ভেতর থেকে দেহের চার টুকরা উদ্ধার করে।
পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবকের। তবে তার পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে পিবিআই পুলিশ আঙুলের ছাপ সংগ্রহ করেছে।
ধারণা করা হচ্ছে সেতুর ওপর থেকে ওই দেহভর্তি লাগেজ ও খণ্ডিত মাথা ফেলা হয়েছে। ডিবি পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।