পুরোদমে মাঠে থাকবে পুলিশ, রাজশাহীতে নবনিযুক্ত পুলিশ সুপার

রাজশাহী

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ৪ টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আমি রাজশাহী থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি। তবে যাওয়ার আগে অবশ্যই সকলের দোয়া নিয়ে যেতে চাই। জেলা পুলিশ পুরোদমে মাঠে থাকবে সেই আগের ন্যায়। জনগণের সেবক হবে পুলিশ সেই প্রত্যাশা রাখেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যৌথ বাহিনী অভিযান আজ থেকে শুরু হবে। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং অবৈধ আগ্নেয়ান্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধী ধরতে মাঠে নামবে যৌথ বাহিনী। এসময় তিনি আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

এছাড়াও রাজশাহী জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, অনেক পুলিশ অফিসার পালিয়ে গেছেন। যারা আছেন তারা কোন অপরাধ করেনি। তাদের অভিভাবকের নির্দেশনার অভাব ছিলো।

তারা এখন সম্পূর্ণ অপারেশনে আছে। কাল-পরশু থেকে টহল সহ সেবা বৃদ্ধি পাবে। পুলিশের অভাবে যে চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছিলো তা আর হবে না।

এসময় আনিসুজ্জামান আরও জানান, জেলা পুলিশের কোন আগ্নেয়াস্ত্র চুরি যায়নি। তবে সাড়ে ছয়শ রাউন্ড গুলি লুট এবং ১১ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *