মোঃ ইসরাফিল হোসেনঃ
ফিল্মি স্টাইলে রাস্তায় পথরোধ করে মরিচের গুড়া ছিটিয়ে দস্যুতার সাথে জড়িত আন্তঃজেলা দস্যুদল চক্রের আরও ০২জন সক্রিয় সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার।
গত ১৬ মার্চ ২০২৩ তারিখ বাদী মোঃ আব্দুল জব্বার (৫৫), পিতা-মৃত মনছুর আলী সরদার, সাং-বেলট, থানা- মহাদেবপুর, জেলা-নওগাঁ নজিপুর ইসলামী ব্যাংক শাখা হতে ১৩,৯০,০০০/- টাকা উত্তোলন করে নিজ মোটর সাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা করেন।
বেলা আনুমানিক ১৫.৪০ টার সময় মাতাজী-মহাদেবপুর পাকা রাস্তায় বেলট মোড় নামক স্থানে ০২টি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা ০৪ (চার) জন ছিনতাইকারী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে বাদীর মুখমণ্ডলে মরিচের গুড়া ছিটিয়ে এবং তাকে মারপিট করে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে থাকা টাকাসহ তার পকেটে থাকা ২০,০০০/- টাকাসহ মোট ১৪,১০,০০০/- টাকা লুন্ঠন করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় বাদী একটি এজাহার দায়ের করলে মহাদেবপুর থানার মামলা নং-২৭, তারিখ-১৭/03/202৩খ্রি. ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
উক্ত ঘটনার পর জড়িত দস্যুদের সনাক্তকরণ ও গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অগ্রসর উদ্ধারে পুলিশ তৎপর হয়। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল স্যারের নেতৃত্বে, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্যে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়।
ইং ২৯/০৩/২০২৩ তারিখ দিবাগত রাতে উক্ত ঘটনায় বাকি ঘটনার সাথে জড়িত দস্যুদের গ্রেফতারের নিমিত্তে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দস্যুতায় সরাসরি জড়িত আসামী
১। মোঃ রবিউল ইসলাম রেজা (৩৫) পিতা-মোঃ জয়নায় আবেদীন আলম মাতা মোছাঃ ফরহাদ বানু সাং-দমদমা (পাঁচবিবি থানার সামনে) থানা-পাঁচবিবি এবং আসামী
২। মোঃ আবু রায়হান (রাসেল (৩১) পিতা মোঃ আশরাফ আলী মাতা-মোছাঃ রেহেনা পারভীন সাং-শান্তিনগর থানা জয়পুরহাট উভয় জেলা-জয়পুরহাটদের
গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১৫,০০০/-(পনের হাজার) টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য ইং ১৮/০৩/২০২৩ তারিখ রাত হতে চৌকশ পুলিশ টিম অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর জনাব জয়ব্রত পাল স্যারের নেতৃত্বে জয়পুরহাট জেলা এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার সাথে জড়িত
১। মোঃ রফিকুল ইসলাম (৩৮) পিতা-মৃত নুরুল ইসলাম মাতা-মোছাঃ ছায়েরা বিবি সাং-কাশিয়াবাড়িকে
২। মোঃ লিমন হোসেন মিন্টু(৩৩) পিতা-মৃত মাহাতাব উদ্দীন মন্ডল মাতা-মোছাঃ মনোয়ারা বেগম সাং-তেঘরবিশা, উভয় থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটদ্বয়কে যথাক্রমে জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে লুণ্ঠিত নগদ ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা, লুন্ঠিত টাকায় ক্রয়কৃত একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বপ্নের দুল, একটি ফ্রিজ, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনার সময় পরিহিত আসামীদের কাপড় চোপড়, হেলমেট ইত্যাদি আলামত হিসাবে জব্দ করা হয়।