বাগমারা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যোগিপাড়া ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহীঃ রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়নে বাগমারা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ভাগনদী মাঠে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ রমজান রোজ বৃহস্পতিবার বিকালে ভাগনদী বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত ।

আরো উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া,মহব্বত, নাজমুল, রাকিব, সিদ্দিক, উজ্জ্বল, মানিক, শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা যুবদল সাবেক সভাপতি তাহেরপুর পৌর ছাত্রদল আরিফুল ইসলাম আরিফ সহ প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে সৈয়দ শাহীন শওকত বলেন, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে, সান্তনার বাণী দিয়ে অভয় দিয়ে যাদেরকে এখনো মানসিক উদ্দীপনা বজায় রেখেছেন বিশ্বের মানচিত্রে যিনি একটি নতুন জায়গা তৈরি করেছেন তরুণ প্রজন্মের নেতা হিসেবে এই স্বাধীন বাংলাদেশের ৫ ই আগস্ট পরবর্তী যে আন্দোলন সফলতা য়ার মাধ্যমে এসেছেন আমাদের ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সেই তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে দোয়া করতে এসেছি ।

যার নেতৃত্বে এ অঞ্চলে আন্দোলন সংগ্রাম চলে, রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারেক রহমানের নির্দেশে আমার মাধ্যমে সারাক্ষণ রাজপথকে যে জাগিয়ে রাখত আপনাদেরই অঞ্চলের অত্যন্ত বলিষ্ঠ ভদ্র এবং বিনম্র নেতা, জাতীয়তাবাদী জেলা যুবদলের সদস্য সচিব আগামী দিনে যার সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে সেই হুমায়ুন কোবির টুটুল এখানে উপস্থিত আছেন তিনি ছাড়াও এখানে য়ে সকল নেতারা আছেন সবারই অবদান রয়েছে।

আজকে আমরা অত্যন্ত কান্তি লগ্নে আছি বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, ভারতের মোদীর পরামর্শ মাধ্যমে প্রতিনিয়ত ভারতে মুসলমানদেরকে মেরে ফেলা হয়, বাংলাদেশের যে ছেলেটি চট্রগ্রামে বক্তব্য রাখল ,সে বলল আমি এ দেশে বসবাসকরে শুকরের মাংস খায় এত কোন অসুবিধা নাই কেউ আমাকে অত্যাচার করতে আসে না, কেউ আমাকে মারতে আসে না, কেউ আমাকে ভয় দেখাতে আসে না, তাহলে গরুর মাংস খেলে মুসলমানরা তাদেরকে কেন ভারতে হত্যা করা হয় ? তাহলে কোথায় সম্প্রদায়িকতা নষ্ট হচ্ছে বাংলাদেশে নাকি ভারতে?

ভারতের একটা টোকাই আছে মাঝে মাঝে গর্জন তুলে বাংলাদেশকে আলু দিবোনা , বাংলাদেশকে পেঁয়াজ দিব না, বাংলাদেশকে চিকিৎসা দেবে না, তারা এমনি এমনি মরে যাবে। আরে ব্যাটা আহাম্মক তুই তো বিজেপির একটা টোকাই তোর আলু না নিয়ে বাংলাদেশে কেজি কত দেখ, তোর কৃষক আলু বিক্রি হচ্ছে না বলে বিষ খেয়ে মরে যাচ্ছে, আত্মহত্যা করছে, বাংলাদেশে আলু না আসলে তোদের কৃষকরা মরে যাবে আমাদের কিছু হবে না , তোর পেঁয়াজ আমরা নেই না ।

হাসিনা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম ২০০ টাকা কেজি করেছিল এখন বাংলাদেশের লোক চিকিৎসার জন্য তুমাদের দেশে যাওয়ার প্রয়োজন নাই। তোমার কলকাতার বিভিন্ন মেডিকেল থেকে শত শত নার্সের চাকরি বাতিল করে দিচ্ছে, শত শত ডাক্তার বেকার হয়ে গেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ।

কলকাতা শাসনের মত হয়ে গেছে তারা বসে দিন-রাত আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে কখন বাংলাদেশের মানুষ আসবে আমাদের দোকান খুলবে আমাদের হোটেল খুলব, শুধু তাই নয় তোমাদের উপর আমাদের কোন ভরসার দরকার নাই তোমাদের গরু আমাদের দরকার নাই।

তিনি সবার উদ্দেশ্যে আরো বলেন, আপনারা ধৈর্য ধরুন, সহ্য করুন, কোন দখলদারিত্ব টেন্ডারবাজি পুকুর খননের আশেপাশে যাবেন না । তারেক রহমান নিষেধ করেছেন একটু সহ্য করলে সামনে আমাদের সুদিন, তাই আমরা বলবো আপনারা সবাই একটু ধৈর্য সহ্য সহকারে আগামী দিন যেন আমরা সুখের বাংলাদেশে, শান্তির বাংলাদেশে, সমৃদ্ধির বাংলাদেশে সম্মানের বাংলাদেশে বাস করতে পারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *