নাঈম খান রাব্বি (টাঙ্গাইল)
টাংগাইলের মির্জাপুর বাওয়ার কুমারজানী এলাকায় গরু বাচাতে গিয়ে ট্রেন রাস্তায় কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ঘটনাস্থলে তার দুইটি গরু মারা গেছে।
নিহত বেক্তি মির্জাপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে আব্দুর সত্তর (৬০) স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায় যে, কৃষক আব্দুর সত্তর প্রতিদিনের ন্যায় তার দুটি গাভী নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। গাভী নিয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেখে গরুগুলো দৌড়াতে থাকে। এসময় ট্রেনেকাটা পড়া থেকে গরুগুলোকে রক্ষা করতে গিয়ে গরুসহ আব্দুর সত্তর ঘটনাস্থলেই মারা যান।
এব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাষ্টার মো. কামরুল ইসলাম ট্রেনে কাটা পড়ে গরুসহ কৃষক মারা যাওয়ার খবর জানতে পেরেছেন বলে জানান তিনি।
বাওয়ার কুমারজানী মধ্য পাড়া জামে মসজিদে আজ সকাল ১০:৩০ ঘটিকার সময় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
পরে জানাজার নামাজ শেষ করে নিজ সামাজিক কবরস্থানে দাফনকাফন সম্পূর্ণ করা হয়েছে।