আন্তর্জাতিক মর্যাদাই স্বীকৃতি প্রাপ্ত গণমাধ্যম কর্মীরা গণমানুষের পক্ষে

রাজশাহী

এসএমরুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অনন্য দেশের পাশাপাশি ১৯৯৩ সাল থেকে দিবসটি পালন করে আসছে। জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা-ইউনেস্কো ঘোষিত এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পালন করেন।

একমাত্র সাংবাদিকরাই নাম-মাত্র বেতনে,অনেক সময় বিনা বেতনে নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের কল্যাণে নিজেদেরকে নিবেদিত রেখে চলেছেন। অথচ অনিয়মকারীরা ও দুর্নীতিবাজরা প্রতিনিয়ত সাংবাদিকদেরকে নানান ভাবে হুমকি-ধামকি দেয়,হয়রানি করে,মারধর করে,মামলায় ফেলে, আরো নানা ভাবে তাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে।

তবে দিনশেষে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী,সৎ কর্মকর্তা-কর্মচারী,সৎ নেতা-নেত্রী ও নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ সাংবাদিকদের পাশেই ছিলেন আছেন এবং থাকবেন। তাইতো আজও সাংবাদিকেরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে আন্তর্জাতিকভাবে গণমাধ্যম কর্মীরা জনগণের পক্ষে আছে ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *