শাহাদত হোসেন রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামে চাইনিজ কুড়াল সহ তিন ছিনতাই কারীকে হাতে নাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬মে) রাত আনুমানিক ৮ টার দিকে ওই ছিনতাই কারীদের আটক করে স্হানীরা।
অস্ত্র সহ আটককৃত-৩ জন হলেন, বজলুল রহমান ওরফে (আলু) (২৭) পিতা মোঃ নজরুল সোনার। মোঃ মেহেদী হাসান (৩৬) পিতা মোঃ কাসেম সোনার। গ্রাম+পোস্টঃ হরিদা খলসী, উপজেলা- নলডাঙ্গা, জেলাঃ নাটোর। এবং মোঃ মীম (২৩) পিতা মৃত নাজমুল, তাহেরপুর, বাগমারা, রাজশাহী।
সরেজমিনে গিয়ে স্হানীয় এলাকাবাসি সুত্রে জানা যায় যে, উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া এলাকার ঘটনা। মহিপাড়া গ্রামে কাসেম ফকিরের আখড়ায় গানের অনুষ্টান ছিলো। সেখানে অনেক লোক সমাগমও হয়েছে। ছিনতাই কারী ওই তিনজন গান শোনার নাম করে এলাকায় ঢুকে পড়ে।
এবং তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল প্রথমে আখের জমিতে লুকিয়ে রাখে, পরে আবার তাদের সেই চাইনিজ কুড়ালটি জৈনক ব্যক্তির বাড়ির পাশে রাখা ধানের খড়ের (পোয়ালের পালা) এর মধ্যে লুকিয়ে রাখে। এসময় ছিনতাইকারীদের চাইনিজ কুড়াল লুকিয়ে রাখা এর বিষয়টি জানতে পারে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা আটকৃত ওই তিন ছিনতাইকারীকে চাইনিজ কুড়াল সহ হাতেনাতে ধরে ফেলে।
এরপর স্থানীয়রা ছিনতাইকারীদের জেরা করলে তারা ফকিরি আখড়ায় গান শুনতে এসেছে এমন বাহানা দেখায়। এক পর্যায়ে স্থানীয়রা তাদেরকে ধরে দুর্গাপুর থানায় ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। কদিন আগেও ওই মহি পাড়া এলাকা থেকে দিনে দুপুরে রাস্তা থেকে জৈনক ব্যক্তির ভ্যান গাড়ি নিয়ে যাওয়া হয়।
এছাড়াও এ মাসের ১০ তারিখ বুধবার দিবাগত রাতে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ডাকবাংলোর পাশে ডিস লাইনে কাজ করা এক ব্যক্তির মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ব্যাপকভাবে আহত করে। আহত ব্যক্তির চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত সেখান থেকে শটকে পড়ে।
এছাড়াও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও মাঝে মধ্যে এই ধরনের ছিনতাই ও আহত করা এর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষরা যেন একটু রাত হলে আর বাড়ির বাইরে বের হতেই চাচ্ছেন না। এবং রাস্তাঘাট নিরাপদ মনে করছেন না।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার হাফিজ উদ্দিন তিনি বলেন, আটককৃত ওই তিনজন ছিনতাইকারীকে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে নজরে রাখা হয় পরে তারা যখন চাইনিজ কুড়াল নিয়ে ঘুরছে সে সময় হাতেনাতে এলাকাবাসী ধরে ফেলে পরে পুলিশে খবর দেওয়া হলে, দুর্গাপুর থানা পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়।
এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন তিনি বলেন, আটককৃত ওই তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।