বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সোমবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। টুর্ণামেন্টের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের দ্বিতীয় দিনেরে খেলা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে গনিপুর ইউনিয়ন দল মুখোমুখী হয় নরদাশ ইউনিয়ন দলের সাথে। সেই খেলায় ২-১ গোলের ব্যবধানে গনিপুর ইউনিয়ন দল জয়লাভ করে। অপরদিনে দিনের দ্বিতীয় খেলায় মাড়িয়া ইউনিয়ন দল বনাম বড় বিহানালী ইউনিয়নের দলের মধ্যে অনুষ্ঠিত হয় খেলা।
খেলায় ৩-১ গোলের ব্যবধানে মাড়িয়া ইউনিয়ণ দল জয়লাভ করে। দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, বড়-বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১৮টি দল অংশ গ্রহণ করছে। প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন আলী আকবর।
সহকারী রেফারী হিসেবে ছিলেন রহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। ধারাভাষ্যে ছিলেন নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম।