বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
প্রধান অতিথি বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঠিক থাকলে নৌকার বিজয় সহজ হবে। নির্বাচনের আগে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে সুসংগঠিত হতে হবে। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা নিয়মিত করতে হবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসতে পারে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। রবিবার বিকেলে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মধুপুর-খুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, যোগীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ভবানীগঞ্জ সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।