বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী গত শনিবার পালন করা হয়।
বনপাড়া পৌর সভায় মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলহাজ মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুনের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ বারোক প্রমুখ।
সভার প্রারম্ভে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে দেশ ও জাতির কল্যানে এবং শেখ কামাল সহ তার পরিবারে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন অতিথিবৃন্দ।