বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়।
অপরদিকে “সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আইজিএ প্রশিক্ষণর্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দোকার মাক্কামাম মাহমুদা।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সেই সাথে ৯ জন মাহিলার মাঝে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।