আরিফুল ইসলাম, রাজশাহী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২৩ রোজ মঙ্গলবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আঞ্চলিক কেন্দ্রে উপস্থিত হয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।
উক্ত কর্মসূচির শুরুতেই ভোর ৫:৪৫টায় জাতীয় পতাকা অর্থ-নমিত ও কালো পতাকা উত্তোলন, দিনব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, শোকের গান ও কবিতা পিএ সিস্টেম/সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার, ১০:০০টায় নওহাটা পৌরসভা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন,
১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং ঐ দিনে শাহাদত বরণকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।