মো: জাহাঙ্গীর আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এ সময় তার ব্যক্তিগত প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বানেশ্বর বাজারের রাজশাহী-ঢাকা মহাসড়কের সামনে এ ঘটনা ঘটে।
বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি ও যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমনের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শুক্রবার বিকেলে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় অংশ নেয়া নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বদিউজ্জামাল বদি ও যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমন রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য ডা. মুনসুর রহমানের অনুসারী।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, আমরা মোটরসাইকেল বহর নিয়ে সভায় যাচ্ছিলাম। এ সময় আমাদের এক ছাত্রলীগ কর্মীর মোটর সাইকেলে গাড়ি তুলে দেয় ওই সাংবাদিক। এতে সেখানে উপস্থিত অন্য নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওই সাংবাদিকের সাথে কাথাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে।
ভুক্তভুগী রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একদল লোক মিছিল নিয়ে আসছিল এ সময় আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম।
গাড়ি না থামানোয় মিছিলে থাকা নেতাকর্মীরা আমার ওপর হামলা করে। তারা আমার গাড়ি ভাঙচুর করেছে। পরে বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি ঘটনাস্থলে যান।
এ প্রসঙ্গে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।