পুঠিয়া প্রতিনিধি:
পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে কলাবাগান কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ইদ্রিস আলীর বিদু নামের এক চা বিক্রেতার প্রায় শতাধিক কলা গাছ কেটে নষ্ট করা হয়েছে। ইদ্রিস আলী বিদু বারইপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।
খোঁজনিয়ে জানাগেছে, বারইপাড়া গ্রামের ইদ্রিস আলী (বিদু) তার চাচাতো ভাই নবাব আলীর কাছ থেকে প্রায় এক বিঘা জমি ৬ বছরের ৩০ হাজার টাকায় লিজ নেয়। বর্তমানে সেই জমিতে ইদ্রিস আলী কলা চাষ করেন। গত এক সপ্তাহ আগে জমির মালিক নবাব আলী তার জমি ইদ্রীস আলী এর কাছ থেকে ফেরত চায়।
এসময় ইদ্রীস আলী তার লিজের টাকা ও জমিতে থাকা কলার অর্ধেক অংশ দিয়ে জমি ফেরত নেওয়া কথা জানায়। এতে জমির মালিক নবাব আলী ক্ষিপ্ত হয়ে তার লিজের টাকা ও জমিতে থাকা কলার অংশ না দিয়ে জমি দখল নিবে বলে হুমকি দেয়। এ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ চলছিলো।
দ্বন্দের এক পর্যায়ে গত মঙ্গলবার ভোতের যে কোন সময় ইদ্রীস আলীর কলা বাগানের প্রায় শতাধিক ফলযুক্ত কলার গাছ কেটে নষ্ট করা হয়। পরে সকালে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক এ বিষয়টি দেখতে পেয়ে ইদ্রীস আলীকে জানায়। ভুক্তভোগি ইদ্রীস আলী পুঠিয়া থানায় চাচাতো ভাই নবাব আলী ও স্ত্রী নাসিমা বেগমের নামে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে এলাকাবাসীরা জানান, সকালে আমরা মাঠে কাজে বের হলে দেখতে পায় কলার গাছগুলো কে বা কারা কখন কিভাবে কেটেছে তা আমরা জানিনা। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।