নাটোরে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

নাটোরে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:

নাটোরে পৃথক তিনটি অভিযান পরিচালানা করে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জন চাঁদাবাজকে চাঁদাবাজির টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, রাজশাহী (ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্প) এর চৌকষ আভিযানিক দল ইং ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১০.০০ হতে ১৩.৩০ ঘটিকা পর্যন্ত নাটোরের সিংড়া, সদর এবং লালপুর থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী

১। আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), পিতা-আলহাজ নইমুল হক, সাং-চাঁদপুর, ৪নং ওয়ার্ড, ২। আনোয়ার হোসেন বাবু (৫০), পিতা-মৃত আকবর, সাং-বালুঘোড়া ৬নং ওয়ার্ড, ৩। মোঃ আকরামুল ইসলাম (৩৮), পিতা-মিরাজুল ইসলাম, সাং-গোডাউন পাড়া, ৪। মোঃ এরশাদুল (৪৮), পিতা-মৃত ছলে মন্ডল, সাং-মাদারীপুর ৪ নং ওয়ার্ড, ৫। মোঃ বাবুল খান (৪৭), পিতা মোঃ উকিল উদ্দিন, সাং-মাদারীপুর ৪নং ওয়ার্ড,

৬। মোঃ মনসুর রহমান (৩৭),পিতা-জামাল উদ্দিন মন্ডল, সাং-চাঁদপুর ৪নং ওয়ার্ড, ৭। মোঃ মোজাহার (৫৫),পিতা-মৃত মনজিলা প্রামানিক, সাং-লিংগুইন ৭নং ওয়ার্ড, ৮। বারেক সর্দার (৫৫) পিতা-মৃত আমিন হোসেন সর্দার, সাং-দমদমা ৩নং ওয়ার্ড, ৯। মোঃ হাসান আলী (৫৬), পিতা-মৃত ওমর আলী সাং-হাতিগাড়া (দমদমা), ৩নং ওয়ার্ড, ১০। মোঃ জিয়াদুল ইসলাম (৫৫), পিতা-মৃত আফসার প্রামানিক সাং-বালুয়া বাসুয়া, ১১। ফাইজুল ইসলাম (৩৫), পিতা-জামাল উদ্দিন প্রামানিক, সাং-কাটাপুকুর (দমদমা), ১নং ওয়ার্ড, এবং

১২। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা-মৃত শহিদ সওগার, সাং-সরকার পাড়া, ৮নং ওয়ার্ড, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোর, ১৩। আব্দুর রাজ্জাক (৪০), পিতা-মোঃ ইসমাইল মোল্লা, সাং-পাটুল, থানা-নলডাঙ্গা, ১৪। মোঃ বাবু প্রামানিক (৩৫), পিতা-মোঃ লছের প্রামানিক, সাং-নবীনগর, থানা-নাটোর সদর, ১৫। মোঃ বেল্লাল হোসেন (৫৬), পিতা-মৃত অরুন সরকার, সাং-পাটুল বাঁশভাগ, থানা-নলডাঙ্গা, সর্ব জেলা-নাটোর,

১৬। মোঃ রুপস আলী (৪১), পিতা-মৃত আকরাম আলী, সাং-বোসপাড়া, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী, ১৭। মোঃ ফারুক (৩৬), পিতা-মোঃ জুলহাস ব্যাপারী, সাং-রায়সিঙ্গপুর, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর, ১৮। মোঃ রানা (২৮), পিতা-মৃত মিন্না আলী, সাং-রামকৃষ্ণপুর, ১৯। মোঃ শাহাজাহান আলী (৬২), পিতা-মৃত শাহাদৎ হোসেন, সাং-বালিতিতা ইসলামপুর, ২০। মোঃ আব্দুল খালেক (৬৫), পিতা-মৃত মোজাহার মন্ডল, সাং-রামকৃষ্ণপুর, ২১। মোঃ আজাহার শেখ (৫২), পিতা-মৃত ছমের শেখ,

২২। মোঃ আফজাল হোসেন (৬০), পিতা-মৃত ইমান আলী, উভয় সাং-জদ্দইবগি, ২৩। মোঃ রাইজুল ইসলাম (৩৫), পিতা-মোঃ রফিজ উদ্দিন, সাং-মহেশপুর, ২৪। মোঃ রেজাউল করিম (৬২), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-গোপালপুর মধুবাড়ী, ২৫। মোঃ উজ্জল হোসেন (২৮), পিতা-মোঃ জানবক্স মন্ডল, সাং-বৈদ্যনাথপুর, সর্ব থানা-লালপুর, জেলা-নাটোরদের গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামালা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *